তুমুল রুদ্র করতালি বাজে কর্ণকুহরে।
চারিদিকে খা খা মরু। তবুও পথচলা।
সৃষ্টির উম্মাদনা প্রবাহিত শিরা উপশিরায়।
‘মস্তিষ্ক বিকৃতি’ ‘পদস্খলন’ উপাধির অলঙ্কারে
শোভিত হয় দীর্ঘ বিস্তৃত মরুর পথচলা।
কঠিন কণ্ঠককীর্ণ জেনেও তৃষ্ণার্ত,
হাহাকার,শুন্যতা সাঁতরানোই তৃপ্তসুখ।
সহমত পোষেও সতীর্থের রণভঙ্গ
আরো আত্মপ্রত্যয়ী করে।
‘মস্তিষ্ক বিকৃতি’ কিংবা ‘পদস্খলন’ উপাধি
শিল্পভাবনার উম্মাদনা বাড়িয়ে দেয়।
কারণ কোন কিছুই যে নিজের নয়
কিংবা নিজের জন্য নয়। শুধু শব্দের উপযুক্ত
ব্যবহারে উপযোগিতা সৃষ্টিই প্রাণপণ চেষ্টা।