চারিদিকে এত জল, জলের জোয়ার ভাটা
কিংবা বন্যার উপদ্রব স্বত্বেও
ভেসে যায়না আমাদের সংঘবদ্ধ আবর্জনা।
চারিদিকে দাবানল দাউদাউ উম্নাদ
অথচ পুড়েনা আমাদের অপকীর্তি।
চারিদিকে ঝড়, ঝড়ের তাণ্ডব
আর আমরা দিব্যি দাঁড়িয়ে থাকি আবর্জনায়,
মাখামাখি করি আবর্জনা।
রাতদিন কত মানুষ দেখি
সখ্যতা গড়ি মানুষের সাথে ,
একটি মানুষও চিনিনা অথচ আমিও মানুষ ।