চারিদিকে চেয়ে দেখো
রঙের ছড়াছড়ি
যত পারো রঙিন হও
নেই কড়াকড়ি ।


কেউ মাখে হাতে পায়ে
মুখে সাদা কালো
নীল রঙ মাখে কেউ
ছড়ায় ধর্মের আলো।


কেউ থাকে চার রঙে
রাত দিন ব্যস্ত
জাতির গুরু দায়িত্ব
তার ঘাড়ে ন্যস্ত।


চার রঙের কারুকাজে
তার পরিচয়
কথা কাজে দুই তিন
আমি ধরি ছয়।


কেউ জানে সাদা তাকে
কেউ জানে কালো
কেউ বলে মাথা নেড়ে
ভালো খুব ভালো।


নানান রঙে রঙিন
থাকে তারা নিজে
রঙগুলো তাজা রাখে
আবর্জনায় ভিজে।
09.09.2015