অন্ধকারে আলোর বিস্ফুরণ,
দ্রোহের আগুনের দগ্ধ চিত্ত,
গলিত লাশের গন্ধ শুঁকে প্রতিশোধের প্রতিশ্রুতি,
অনাহারি মানুষের মাঝে জিয়িয়ে রাখা অন্ধকার –
এসব শিল্পীর ক্যাম্ভাসের, কবির কবিতার
কিংবা রাজনৈতিক বক্তৃতার খোরাক হতে পারে।


যারা দিবাস্বপ্নে থাকে, চিত্ত মুগ্ধ মূর্ছনায় মগ্ন থাকে তারা।
দ্রুতলয়ে যখন স্বপ্নেরা ঝরে পড়ে
তখন তারাও আক্রান্ত হয়।
শেষ সময়ের আক্রান্তরা আর ঘুরে দাঁড়াতে পারেনা ।
সময় হারানোর অনুসূচনা তাদের মুমুষূ করে।


সময়ের অপেক্ষা নয় এখনই সময় ঘুরে দাঁড়াবার।
সড়কি লাঠি বল্লম হাতে অপশক্তি রুখে
চোখে মুখে বিচ্ছুরিত দ্রোহের আগুনে ভস্ম করে
আলোর বিস্ফুরণ ঘটুক
আর গলিত লাশগুলো জেগে উঠুক আগুনের শলাকা হয়ে।