আবর্জনার গন্ধ ছড়াও,
দ্বন্দ্ব বাঁধে মনে
গন্ধ শুঁকে তোমায় চিনে
অনুগত জনে।


ভাবছ তোমার কথা-কাজে
ছড়িয়ে পড়ে আলো
অথচ নিজেই মগ্ন থাক,
মত্ত আঁধার কালো ।


গন্ধ মুখর বন্ধ চোখে
দেখছ শুধু স্বার্থ
গভীর ধ্যানে যদি ভাব
দেখবে তুমি আর্ত ।