যুদ্ধের শেষ নেই
চারিদিকে শুধু যুদ্ধ ,
যুদ্ধে কি আসলেই
মানুষ হয় শুদ্ধ?


যুদ্ধ মানেই ধ্বংস
রক্ত হানাহানি
প্রজন্ম বেড়ে উঠে
টেনে যুদ্ধের ঘানি।


যুদ্ধে যদি না হয়
মানবতার মুক্তি ,
তবে কেন এত যুদ্ধ
আছে কোন যুক্তি।


তাই বলি আর নয়
ধ্বংস রক্ত যুদ্ধ,
ভালবেসে মানুষেরে
হোক সব শুদ্ধ।


যুদ্ধের শেষ নেই ,
নেই মানুষের মুক্তি
তাই আর নয় যুদ্ধ
এসো করি চুক্তি।
21.09.2015