হাটতে গেলে হোঁচট খেত
যেই ছেলেটা;
আধু আধু বলত কথা।
এখন জিতে ম্যারাথন,
কথায় তার মুক্তো ঝরে,
বলে মুক্তকথা।
'
রাত্রি সুখের অপেক্ষাতে,
থাকতো জেগে রাত-বিরাতে
নেশার ঘোরে
এখন রাত্রি সুখে ক্লান্ত
থাকে নিদ্রা চাষে,
নিদ্রা ঝরে ক্লান্ত ভোরে ।
'
মন ছিল তাঁর উড়নচণ্ডী
বাঁধন ছাড়া,
ভবঘোরে স্বপ্ন চোখে।
এখন স্বপ্ন ঝরে শশ্মান ঘাটে;
দু’ হাতে দুঃখ খুড়ায়
স্বর্গ সুখে।
25.09.2015