শূন্যতার মাঝে মিথ্যার বেসাতি।
অভিনয় আর ছলনায় বেঁচে থাকা।
সায়াহ্নে এসে সবাই বুঝে জীবনটা ক্ষণিকের।
পৃথিবীটা অনিন্দ্য সুন্দর যৌবনের উদ্দাম দিনগুলোতে।
বেহিসাবি প্রাপ্তির তালিকা আমৃত্যু দীর্ঘ হয়।
সম্পদ, দম্ভ, অহংকার, ক্ষমতা সবই শূন্যতার মাঝে ভাসমান।
সায়াহ্নে সবাই দেখে জীবনটা অভিনীত নাটকের কোন দৃশ্য।
সত্যের আবরণে মিথ্যার পূজা আবার মিথ্যার পসরা সাজিয়ে
সত্যের অভিনয়। এভাবেই জীবন কিংবা জীবন অনুভূত হয়।
যখন চিরন্তন সত্য সামনে এসে দাঁড়ায়,
তখন শুরু হয় শুধরানোর ব্যর্থ প্রচেষ্টা।