পৃথিবী আলোকিত করে সৌর আলোর বিভা,
অথচ উজ্জ্বল নক্ষত্ররাজি জ্বলছে নিশিদিবা ।
আঁধার বিচ্ছুরিত আলোয় দৈববাণী যে শুনেছে  
আঁধারের বুকে জ্ঞানের মশাল সে জ্বেলেছে ।
গ্রহের ছায়ার আঁধার ছিঁড়ে আলোর পথে হাটে যে
সৌর উত্তপ্ত পথেও শীতল জ্যোতির অনুভবে সে।