একান্ত কিছু স্বপ্ন এখন বার্ধক্যে আক্রান্ত
যেন মৃত্যুর আলিঙ্গনে জ্যান্ত দেহ।
আকাশের খোলা দরজায় সুনসান নীরবতা,
আপন বিছানায় একান্ত আপন হয়ে আসে মৃত্যু।


উদ্বাস্তুর কাছে উদ্বাস্তুর আকুতি
ঝরে পড়া ফুলের ঢালি নিয়ে।
মেঘলা আকাশে রুদ্রের হাসি,
চারিদিকে সাজসাজ রব,
এখনই শুরু হবে ঘূর্ণিঝড় অথবা ভূমিকম্প।


দৈবক্রমে এখন আর কিছু ঘটেনা, সবকিছুই অর্জিত।
যেমন- মৃত্যু কিংবা মৃত্যুর বিভীষিকা।
সন্ধ্যা দেখেও আঁধার মগ্নতার প্রবণতা বড় বেশী।


বসন্ত এলে সবাই উৎফুল্ল হয়
অথচ পত্রঝরা বৃক্ষের মৃত্যুকষ্ট কেউ বুঝে না
শুধু বুঝে বৃক্ষরা। সাড়ম্বরে আমরা বেপরোয়া হই
আর মৃত্যু ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে অপেক্ষায় ।
12.10.2015