কপালে বুনি চারাগাছ শস্য,ফল-ফলাদির।
সেচ দেই বারমাস, জৈব রাসায়নিক সারের আড়ৎ ফুরায় ।
ঝড় খরতাপ ঘূর্ণিতে গ্রীষ্মকাল
কিংবা মরুর বালিয়াড়িতে চৈত্রের খা খা মরু বারমাস।
সারাবছর নিঙানী হাতে আগাছা কুড়াই ।


হাতের রেখায় গণকের ভবিষ্যতবাণী—
এবার শীতের উড়ে যাবে খর স্রোত ঝড় ।
কপালের মরুতে জমবে পলি,
ফলবে ফসল ; শস্য ; ফল-ফলাদি ।
ঈশ্বর প্রদত্ত কপালের মরুতে এবারের শীতে বুনবো চারাগাছ।
দেখবো ঈশ্বর না গণক সত্য।
১৩।১১।২০১৫