রাত্রির অন্ধকার, মধ্য সমুদ্রে জাহাজ
শতশত জাহাজ ডুবি রাত্রির গহীনে
মাস্তুলে দাঁড় টানে দিগভ্রম নাবিক,
রসদ ফুরিয়ে যাওয়ার প্রান্তে,
লোনাজলে মানুষের নিঃশ্বাসে রক্তের গন্ধ
অনাহারি হাঙররা উম্মত্ত।
কম্পিত পাটাতনে দুমড়ে মুচড়ে আছে
শঙ্কিত চোখের ক্লান্ত দেহ ।


বজ্র কম্পন, ধেয়ে আসা ঝড়ে
দিগভ্রম নাবিকের চোখ দেখে স্বপ্ন
এবার জঞ্জাল পরিষ্কার হবে গন্তব্যের
ঝরে যাবে আকাশের কালো মেঘ
আর ভোরের সূর্যোদয়ে
নোঙর ফেলবো জাহাজের।
30.11.2015