চারিধারে জল, মাঝখানে জলজ অশরীরী
সম্মিলনের দেয়াল । কে রচিবে পারাপারের সাঁকো ?
বাঁশের জীবন যাচ্ছে ফুরিয়ে, কঞ্চিরা ভেসে গেছে
কিংবা ডুবে গেছে জলে  অনেক আগেই।


ভাবনা বাড়ছে ক্রমশ- জীবন ফুরিয়ে গেলেও
কত কিছু বাকী থাকে আরো ।
সরোবরে যারা সুখের ভেলায় ভাসে;
আজ তারাও খুঁজে পারাপারের সাঁকো।


কেউ জানেনা কিভাবে ঢেউয়ের তাড়সে
ভেসে গেল রাজপথ, জীবনমঞ্চ  ।
এখন হতাশায় সময় কাটে সরোবরে
পারাপারের স্বপ্নে অথচ বাঁশের জীবনও ক্ষয়িষ্ণূ ।
০২।১২।২০১৫