আকাশের উড়ানো স্বপ্নঘুড়ি’র সুতো ছেড়ে দিয়েছি,  
ইচ্ছে মতো এখন আর সুতো  টানিনা,
হাতে আসেনা স্বপ্নঘুড়ি। মাটির মতো মাটিতেই স্বর্গ দেখি ।


যুবতীর হস্তস্পর্শ সহজেই শিহরণ জাগায়
অস্পর্শি যুবকের শরীরে , অথচ আমি
যুবতীর ঠোঁট ছুঁয়ে রক্তজবা চোখের ইশারায়
প্রশস্ত করি স্বর্গের পথ , ধীরে লয়ে বয়ে চলি সুখ।
চোরাবালিতে আটকে কিংবা মরীচিকার পিছনে দৌড়ে
যারা স্বর্গ দেখে ওপারের, তারা অন্তঃদগ্ধ যন্ত্রনাকাতর ।
    
সুতো ছেড়ে দেয়া স্বপ্নঘুড়ি অদৃশ্য হলে
মাটিতে অন্ধকারের নিকষ পর্দা খসে পড়ে।
আমি যাদুর মতো আপন চোখে দেখি চারপাশ
যেখানে স্বপ্নের মতো সুখের ফাল্গুধারা
আর প্রশান্ত মনে অনুভব করি দগ্ধমাটির সুখ।  
২০।০১।২০১৬