নিত্যই অগ্নি দহন বক্ষে
চোখের চাহনিতে স্ফুলিঙ্গ
একমাত্র সম্বল অবলম্বন করে
তীব্র ক্ষুধার চিৎকার
হাসিতে বিলিয়ে কল্যাণ ব্রতী হয়।


অশান্ত সমুদ্রে কম্পিত পাঠাতন
আঁকড়ে ধরে উম্মাদ হাঙর
রুখতে উদ্যত দগ্ধ বক্ষ
আহার্যে নিঃশেষ হয়।


প্রতিদিনের সূর্যোদয় যাদের সূর্যাস্তসম
একমাত্র নিঃশেষই তাদের সূর্যোদয়।
07.02.2016