এসেছে বসন্ত ফুটেছে পুষ্প সাজাতে স্বর্গ কানন।
পল্লব মঞ্জুরিত উদ্যান যেন পৃথিবী আজ।
নব যৌবন উদ্যাম তরঙ্গে পাখিদের গান উদাস সুরে।
দুহাত বাড়িয়ে ফুটেছে রক্তজবা ঝরাতে দুঃখ খরা।
আকাশের নীচে আকাশ রচেছে কৃষ্ণচূড়া ।
দূর পথের ক্লান্ত পথিক ক্লান্তি ঝরায় শিমুলের আঁচল ধরে ,
উদাম হাওয়া জড়িয়ে শরীরে প্রকৃতি
নৈস্বর্গীয় সাজে আজ বসন্ত এসেছে বলে।


পত্র পল্লবে সেজেছে বৃক্ষরা নববধূ রুপে,
মৃত্তিকার সমস্ত কষ্ট ভাসায়েছে উদাম হাওয়া ,
জেগেছে স্বপ্ন সুখ জাগানিয়া ।
এসেছে বসন্ত বয়ে যাক অনন্ত রুক্ষ মরুর সাহারা বিজয়ে,
মনুষ্য মন উথলে উঠুক বসন্তসুখ বয়ে।