মস্তিষ্কে ঘুরপাক করে কিছু শব্দ, কর্ণ কুহরেও বাজে কিছু শব্দ ।
কিছু শব্দের উদ্যত আচরণ জমাট রক্তের নিদ্রা ভেঙ্গে দেয়।
কিছু শব্দের যথেচ্ছ অপব্যবহার বেড়ে যাওয়ায় প্রয়োজনীয় শব্দেরা
অলস হয়ে পড়ে থাকে। আমি অলস শব্দ লালনে  মগ্ন হই ।
পরম মমতা মিশ্রিত অলস শব্দে গাঁথি প্রতিবাদী বাক্য।

বিপ্লবীরা পশ্চাৎপদ হলে যেমন বিপ্লব সাধন সাময়িক বিলম্ব হওয়া স্বাভাবিক ।
তেমনি সময় কিছু মানুষকে বিপ্লবী করে আর পশ্চাৎপদরা হতাশায় নিঃশেষ হয়।
অত্যাসন্ন বিপ্লবের ডাক শব্দে । শব্দেরা অলস হলে কিংবা যথেচ্ছ
অপব্যবহার হলে অসম্ভব বিপ্লব সাধনের প্রতিবাদী বাক্য রচনা।  

অধিকার বঞ্চিত ,  নীরব আর্তচিৎকার কিংবা প্রতিবাদের শব্দ হারিয়ে
ডুকরে কাঁদা মানুষ কে কেবল শব্দ ই পারে প্রতিবাদী করতে বিপ্লবী করতে ।
তাই এবার শব্দের সঠিক ব্যবহারে মানুষ হোক প্রতিবাদী হোক বিপ্লবী ।  
০১.০৩.২০১৬