মুক্ত চিন্তার উদ্যানে রচিত পথ ,
চিন্তার অবকাশ রুদ্ধ করে ।
মুক্ত চিন্তাকে বিভেদের আলোয়ানে ঢেকে
যারা নীরবে প্রবৃত্তির ক্ষুধা নিবারন করে ,
তারা নগ্নতার উন্মাদনা বিলায়।


বৃত্তাবদ্ধ চিন্তা প্রসূত ভূমিষ্ঠ হস্তের
কালো ছাপ আঁধার প্রসারিত করে ।
আলোর শ্লোগান মুখরিত জনপদে
বন্যের হিংস্রতায় আক্রান্ত হয় উদ্যান ।
মুমূর্ষু সত্যব্রতীরা অথচ বৃত্তাবদ্ধ
চিন্তার কি নগ্ন উচ্ছ্বাস ! ! !