আকাশ জেগে থাকে
রাতজুড়ে, দিনের মতো
দিন-রাত নক্ষত্ররা
জ্বলছে আকাশে অবিরত।
'
দিনের আলোতে জ্বলে
মিটিমিটি নক্ষত্র জ্যোতি,
দৃষ্টি হারায়ে কেউ ভাবে
নক্ষত্রের আকাশ চ্যুতি।
'
নক্ষত্র ছড়ায় আলো
অবিরত লক্ষ যোজন দূরে,
ধার করা আলো নিয়ে
চাঁদ জ্বলে অহংকারী সুরে।
'
নক্ষত্রের মতো আলো বয়ে
যদি ছড়াও রাতদিন
তোমাতে হারাবে আঁধার
তুমি রবে অমলিন।
০৮.০৩.২০১৬