বোধের  দরজায় খিল এঁটে উলঙ্গ সুখ
বিপন্ন  পৃথিবীতে দুঃখ গাঁথে।
সুখ বয়ে ন্যুজ উলঙ্গ সুখ হিসাবের
টালি চোখে অনন্য অরণ্য মাড়ে ।  
'
মনুষত্বহীন বোধ হিংস্রতার নামান্তর ।
জনপদ আর গহীন অরণ্য পার্থক্য করা দুরূহ এখন ।
সভ্যতার ডোপ গিলে বোধ পাশবিক হয়
আর আবর্জনাস্তুপ পূর্ণ করে নবজাতকের লাশ।
ভাবতে অবাক লাগে সুখ কতটা উলঙ্গ হলে
খিল এঁটে দেয় বোধের দরজায় ।
১৯.০৩.২০১৬