...তবুও আমি সুখে আছি বলতে দ্বিধা নাই
আমার সুখে ঈর্ষা কাতর 'উড়াল চন্ডী  রাই'।
সকাল সন্ধ্যা গণেশ পূজে বুঝেও না বুঝে
গণেশ সেজে অসুর এসে 'উড়াল চন্ডী' খুঁজে ।
পুরোহিত দেবতা সেজে সাবাড় করে আহার
উপভাসি শুদ্ররা ভাবছে  ঈশ্বর তবে কাহার ?
গ্রন্থে লিখা নীতি কথা এখন কে কতটা মানে
পুরোহিতের ভান ভনিতা শুদ্ররা সব জানে ।
লগন পরে ব্রাহ্মণ সাজে নিজেই রচে নীতি
ঈশ্বর ভুলে পুরোহিত দেখায় দেবতার ভীতি।
ঈশ্বর আজ বড় নিঃস্ব হয়ে ঘুরছে দ্বারে দ্বারে
আহার নিদ্রা ভুলে পুরোহিত সুধার বারে বারে।
আবর্জনা মেখে পুরোহিত দেখায় ঈশ্বর প্রীতি
সুখ দেখে ‘উড়াল চন্ডী‘ দেখায় ঈশ্বর ভীতি ।