---প্রদীপ্ত হোক মানুষ---


অশরিরী যাতনা অসুরি সুখ
বিনাশ হোক অবিনাশী উৎসবে।
বছরের জমে থাকা জঞ্জাল আবর্জনা
অতল সমুদ্রে হোক জলজ আহার ।

নগ্ন শরীরী অসুর বধে
মঙ্গল প্রদীপ হোক শিখা অনির্বাণ ।
শুধু শরীরী সুখে নয়, মনজ সুখেও
প্রদীপ্ত হোক মানুষ
আর কল্যাণ ব্রতী হোক অসুর মানব।


---বৈশাখ তুমি---


বৈশাখ তুমি, সতীর্থ স্বজন সহজাত
প্রকৃতির অমোঘ নিয়মে বাড়াও হাত
বিজন কাননে দেখাও তাণ্ডবলীলা
স্বজন সহজাত বরণীয় অবলীলা ।
এবার নিয়ে এসো অসুর বিনাশী
কালবৈশাখী তুমি স্বজন অবিনাশী,
শুদ্ধ করো মানুষেরে, মুছো জীর্ণতা
তাণ্ডব দাহনে দাহ্য করো বিবর্ণতা।
২৩.০৪.২০১৬