ভাবছ তুমি তোমার সুখে নগ্ন হবো
তোমার পায়ের কাছের কুকুর হবো?
ভাবছ তুমি শুধুই তুমি শুদ্ধ মানুষ,
তাই বুঝি দম্ভ ভরে উড়াও ফানুস?

কথায় কাজে তোমার মতো নগ্ন হয়ে
আবর্জনায় নোংরা জলের লজ্জা বয়ে
বলবো আমি তোমার কথাই ধর্ম হবে
তোমার কথা বিধান ভেবে মানতে হবে?

নিকোচ করি ধর্ম তোমার কর্ম যত,
তোমার পায়ের কাছের কুকুর যত,
মুখোশ পরে ভদ্র সেজে তসবি পড়ে,
নগ্ন দেহে তোমার নামে দুরুদ পড়ে ।

কেমনে ভাব তোমার কাজই ধর্ম হবে
তোমার কথা বিধান ভেবে মানতে হবে
বলছি তোমায় শুদ্ধ হও বিশুদ্ধতায়
আশেপাশে থাকবেনা কেউ অশুদ্ধতায়।