স্মৃতির সমুদ্রে ডুব দিয়ে খুঁজি
 জলরঙে আঁকা ছবি। 
দৃষ্টির সীমা ছাড়িয়েছে  তা অনেক আগে,
 সমুদ্রের জোয়ার ভাটার নিয়তি
বরণ করে ঝাপসা দৃষ্টি।  
,
সময় গড়িয়ে গেলে অজানা ভয় তাড়া করে ,
তখন আর লগ্ন খোঁজার সময় থাকে না,
জলরঙে গোধুলি আঁকার ব্যস্থতা বাড়ে,
চোখের সামনে পড়ে থাকে
স্বপ্ন আঁকার সকল মাধ্যম ।
 স্মৃতিতে ভর করে  তখন  সঞ্চয় ভোগ
 কিংবা দেনা শোধ কে কতটা করতে পারে??
03.06.2026