রূপসী প্যারিসের ‘সেইন’ 


তুমি আজ কেন অশান্ত ?  


 তোমার দর্শনে প্রশান্তি 


ছড়ায়,  মহাসমুদ্র প্রশান্ত।


'


আমার দু’চোখে তুমি কেন 


নির্বাক অশ্রু সজল? 


কেন এত ক্ষোভ তোমার, 


দু’কোলে বইছে জল। 


'


রূপসী প্যারিস নগরীতে


 বহে চল এঁকে বেঁকে


শিল্পী তুলির আঁচড়ে 


তোমাতে সুখ স্বর্গ দেখে।


'


কবির কবিতায় দেখি 


তোমার রুপ অপরূপ


শান্ত হও দেখুক মানুষ 


তোমার নৈস্বর্গীয় রুপ।