ধোঁকার শিকার সারা দুনিয়াজুড়ে বোকা মুসলমান
ধোঁকার মাঝেও উচ্ছ্বাস করে, ঐতিহ্যসব ম্নান।
ঈমান আমল সব ভুলে গিয়ে অধর্মকে ধর্ম মানে
বিধর্মীরা সেই সুযোগে ধর্মের উপর আঘাত হানে ।
.
গ্রন্থে লিখা – ‘মুসলমানরা হবে মুসলমানদের ভাই’
অথচ নিজেই নিজের শত্রু আজ, কোন সন্দেহ নাই।
ইরান ইরাক আফগানিস্তান কিংবা প্রিয় বাংলাদেশ
সিরিয়া মিশর আপন রক্তে ভাসে ; দেশের পর দেশ ।
.
নিজেই নিজের শত্রু যখন তবে মিত্র হবে কারা ?
আসল শত্রু বন্ধু ভেবে, দেখে সামনে লৌহ কারা ।
ধর্মান্ধ আর জঙ্গিরা কেমনে বলে তারা মুসলমান ?
ধর্মান্ধতা জঙ্গিবাদ রুখতে দাঁড়াও হে মুসলমান ।
.
ঐক্য ভুলে ভিন্ন মতে ভিন্ন পথে চলছে মুসলমান
গ্রন্থে লিখা-‘ঐক্য গড়ো’।‘সত্যব্রতী হও হে মুসলমান’।
ইসলাম মানে শান্তি, শান্ত দুনিয়া। এটাই স্বাভাবিক
তবে কেন অশান্ত দুনিয়া ধিক মুসলমান ধিক  ।