নিঃশব্দে নক্ষত্র পতন দেখছি ,
স্বশব্দে বজ্রাঘাত দেখেছি  
অনুভব করেছি আক্রান্ত মৃত্তিকা কম্পন ,  
সমুদ্রের জোয়ার ভাটা কিংবা পাহাড় ধসে দেখেছি
মৃত্তিকা সমেত উদ্ভিত কিংবা প্রানিজ আত্মাহুতি ।
.
সূর্যোদয় গর্ভে দেখেছি রাত্রির প্রসব যন্ত্রণা ,
অথচ মরমের বিশ্বাসে তখন ধস নামে
যখন দেখি আতুর ঘরে
প্রাক গর্ভপাত মৃত্যুতে ঢলে পড়ে সূর্যোদয় ।
এবার শুধু অপেক্ষা মহাপ্রলয়ের ।