বিস্মৃতির দিন সঙ্গমে লিপ্ত এখন ।
মগজের মেঝে অলস অকর্মণ্য চিন্তার বাস,
ধূসর বর্ণাক্রান্ত মগজের প্রতিটি কোষ ,
সবুজের মোড়কে আচ্ছাদিত মস্তক
অবলীলায় জানান দেয় দৈহিক সুস্থতা ।
স্মৃতিগুলোর অস্বাভাবিক মৃত্যুতে
অপ্রত্যাশিত ভিক্ষাবৃত্তি এখন বিষণ্ণ করে
প্রতিটি প্রহর । প্রত্যাশা অতিক্রান্ত লক্ষ্য ছুঁতে
নিরুদ্দেশ যাত্রীর উম্নাদ বিলাপ।
অবেলায় আর ফিরে আসেনা শৈশব কিংবা
যৌবনের সৃষ্টি কিংবা ধ্বংসের খেলা ।
এখন শুধুই প্রতীক্ষা আর ধ্বংসলীলার
অবলোকন সুস্থ্য চিন্তার বিচ্যুতিতে ।