রং-তুলিতে রঙধনু
---------------
আকাশে মেঘের মেলা
ঝরবে এখন বৃষ্টি ,
বৃষ্টি শেষে রঙধনু
কাড়বে খোকার দৃষ্টি ।
.
রং-তুলিতে রঙধনু
আঁকবে মনের মত
সাতরঙে হারিয়ে যাবে
আঁধার কালো যত ।
.
রঙধনুর রঙের মাঝে
প্রজাপতি ভাসবে
বৃষ্টি শেষে আকাশ-
জুড়ে, সূর্যটা হাসবে ।
     -----
ঘাস ফড়িং নাচে ঘাস ফুলে
-----------------------
ঘাস ফড়িং ইচ্ছে মত
নাচে ঘাস ফুলে
সখ্য গড়ে ধান ক্ষেতে
ধানের ছড়ায় দুলে ।
.
ভ্রমর আসে গুনগুনিয়ে
কন্ঠে পল্লী গীত
চড়ুই পাখির বাদ্য স্বরে
সূর্যে লুকায় শীত।
.
শিশির ভেজা ভোরে খোকা
এমন ছবি এঁকে
আম্মু এসে আদর দিয়ে
মুগ্ধ হয়ে দেখে ।
       -----