মনুষ্য অবয়বের কিছু ইতর প্রাণী বেষ্টনীতে আমি।
যেখানে মানুষ মানুষের পূজারী ,
কবিতায় শব্দের গাঁথুনীতে সত্য সুন্দরের দ্রোহী তারা।
কি অদ্ভুত প্রজাতি অধ্যুষিত চিন্তার রাজ্যে স্বতন্ত্র আমি।
যেখানে অভিধানের পবিত্র শব্দেরা
অপবিত্র হয় তাদের নষ্ট চিন্তায়।


আমার ললাটে নিজ হাতে ঝুলিয়েছি তিরষ্কার
রক্ত চক্ষুর বিষাক্ত তীর সত্য সুন্দর ভালবেসে।
তবুও কৃতজ্ঞতার ঋণে ন্যুব্জ হই।
প্রতিনয়ত যারা আমার চিত্ত সুখ আর সৃষ্টির রসদ যোগায়।
১৩.১২.২০১৬