‘রতনে রতন চিনে কুকুর  চিনে হাড়’
স্বাস্থ্যবান ছাগল দেখে বলে এটা ষাঁড় ।


বিড়াল পোষে ব্যাঘ্র ভেবে দেখায় সাহস
ডোবার জলের নেশা; ভাবে ফলের রস।


বিড়াল বেঁধে খাবার খায় তাই দানবীর
আবর্জনায় বিলাশ জীবন উন্নত শির ।


ক্ষুধা লাগবে এই ভেবে সহ্য করে ছাপ
নিত্য তার পেটের পীড়া সুস্থতার ধাপ ।


‘জন্ম হোক যথাতথা কর্ম হোক ভাল’
সত্য-সুন্দর ধারণ করে ছড়াও আলো ।