দিন গড়িয়ে রাত
রাত পেরিয়ে দিন
মাস পেরিয়ে বছর যায়,

..... ....... ........... ............. .....

সময়ের খাতায় যোগ হয় যুগ-যুগান্তর;
কবিতা অধরা রয়ে যায়……।

……… ……. ……..

সন্ধ্যার আকাশে শুকতারা জ্বলে জ্বলে
ভোরের শিশিরে মিলায়,
রাত জাগা ক্লান্ত পাখি
কা’রে খোঁজে ডানার উষ্ণতায়।

……… …..… ………..

একদা আমার আমিরে নিয়ে
আত্মরতি মগ্ন কবি
"কবিতা"র গোপন গহীনে ডুব দেয়।