কৃষ্ণপক্ষ মধ্যরাত
কুয়াশা ক্লান্ত আঁধার,
তুমি এলে জোস্না হয়ে;
জেগে উঠলো রাত্রি।


পৃথিবীর সব আলো শুষে নিয়ে
এলে তুমি ধুমকেতু সম,
আমাকে জড়ালে নাগিনীর মতো,
বিষের তীব্রতায় জেগে উঠলো শরীর।


ঈশ্বর জানে না প্রেমিকের আক্ষেপ
গহীনে হারানোর আকুলতা,
নিঃসঙ্গ মৈথুনে স্ফটিক ঝরে
ভোরের দূব্বা ঘাসে।