নিযুত-কোটি বছর ধরে
এ তল্লাটে সূর্য নেই
শীতের পাখিরাও মাইগ্রেশনে আসেনি,
নেই বসন্তের কোন আয়োজন ,
কৃষ্ণচূড়ার রঙহীন ডালপালা
কোকিল বসে রয় ঠোঁটে কুলুপ এঁটে।
আগুন তার ধর্ম ভুলে গিয়ে
হয়েছে তাপহীন,
সমস্ত উর্বরাঞ্চল আজ মরুভূমি,
খটখটে শুকনো।
পৃথিবীর যত সাগর মহাসাগর আজ
পরিণত হয়েছে ডেড সী-তে।
ঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, সুনামি সব
গতি শূন্য-মন্থর।
এইসব অনিয়ম আর অস্থিরতা শুধু এই
তুমিহীনতার জন্য।