বিশ টাকা এক কেজি গরু গোস্ত কিনে
দশ টাকা কেজি তেল আরো কত সনে,
মনের সুখে বাজার ঘরে ফিরে এসে
আরো কত কিনে নিল অল্প টাকা টসে।
এক টাকায় চা নাস্তা খাওয়া যে যেতো
এখন তা বললে যে পাগল হয়তো।
কলেজের বাস ভাড়া এক টাকা শুধু
তিন টাকা রিকশা ভাড়া আরো কত যাদু,
এক টাকার চারটি সিংগারা পেয়াজু
এখন তো দশ টাকা ছাড়া পাবে না কিছু।
দিন দিন অর্থ যেন হয়ে যাচ্ছে কচু।
অর্থের মান কমেছে তাড়াহুড়া করে
সাধারণ জন তবে নাহি খেয়ে মরে।
এক যুগে দশ টাকা শত টাকা হলো
এই দেখ মান কমে রসাতলে গেলো।