একটি অস্বাভাবিক রাত
      বখতিয়ার উদ্দিন।


হাজার তো স্বাভাবিক রাতের ভিতর,
একটি অস্বাভাবিক রাত হতে পারে।
হতে পারে সকালটি কাঁপিয়ে শহর।
ঘুম ভেঙ্গে পাখিগুলো নানা গান করে।
কোন রাতে জোনাকীরা শুধু আলো ঝরে
পরীরা উড়বে দেখ ভিজিয়ে অন্তর।
বসে আছে আশা নিয়ে রাতটার তরে
পড়শীরা দল বেঁধে এনেছে খবর।


সব স্বাভাবিক মাঝে কোন এক দিন
মন কেন নৃত্যতে ফুল হাতে দেখে,
বরণ করে ঘরতে স্মৃতি খানি মেখে।
সব কষ্ট সুখ হবে আসবে যখন।
জীবন তো এক নয় কারো যে জন্য
এক দিন পেয়ে সবে হইবে ধন্য।