আলোর পথিক
       বখতিয়ার উদ্দিন


তোমরা এসেছ তাই ভয় নেই প্রাণে,
সরে গেছে অন্ধকার দেখ সব খানে।
ভেঙ্গে গেছে হিংসা আর বিদ্বেষ বেদনা
যত খুশি উড়ে যাও মেলে দুই ডানা।
আজ দেখ জেগে গেছে এই ছোট্ট প্রাণ
যত খুশি গেয়ে যাও মনে শুধু গান।
তোমরা এসেছ তাই হয়েছে সবুজ
জনম জনম জেগে - পাবে শত বুঝ।
তোমরায় তো হয়েছ শত শত আলো
চোখ মেলে ঢেলে দাও দেশে সব ভালো।
শিশু মন সব খানে হিংসে রেষ হীন
সরল মনে বাজায় শত শত বীণ।
সুখ দেখ তুলে আনে মনে সারা কাল
প্রতি দিন পূর্ব পানে সূর্য উঠে লাল।
মরুর বুকে তুলেছ কত শত প্রাণ
ভালোর তরে মনেতে সুর তুলা গান।
অন্ধখানি দূর করে আলো দাও ঢালি
আলোর পথিক আজ সারা দেশে জ্বালি।
দেশে মোরা আজ হব সুর তুলা গান
সবার মাঝে জেগেছে নব নব প্রাণ।