নিয়মের প্যাচে আজ ডুবে আছি মোরা,
আদা জল খেয়ে নামি বাঁধা দিবে করা?
নিষ্ঠুর বর্বর জাত চোখে শুধু দেখি
কি এক কান্ড এড়িয়ে বিশ্বে দেয় ফাঁকি।
আর কত লাশ হবে নাফ নদী বুকে?
আর কত অসহায় দেখে যাবো চোখে?
প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলি মোরা
প্রয়োজনে যুদ্ধে যাবো বাঁধা দিবে কারা?
নিজ দেশের লোককে অস্বীকার করে
তাদের প্রতি দু চোখে শুধু ঘৃণা ঝরে।
কত প্রাণ কষ্ট পায় নিজ দেশ ত্যাগে
আরো কত কষ্ট আছে জানি নাতো ভাগে।
খায়,না খায় তেমনি দিন করে পার
গোসল তো নেই কোন রয়েছে কি আর?
বাচ্চারা রোগেতে পড়ে মারা যায় আজ
মা-বোনের কষ্ট দেখে বেড়ে যায় লাজ।
আর কত কষ্ট পাবে রোহিঙ্গার জাতি?
এক হয়ে গড়ি মোরা তারাই তো জ্ঞাতি।