স্বাধীনতা যুদ্ধ কালে ছিল সেনাপতি
এক নামে চিনে যারে আছে যে খ্যাতি।
মুহাম্মদ আতাউল গণি ওসমানী
কর্ম স্থল বাংলাদেশ  সশস্ত্র বাহিনী।
জম্ম তার সিলেটের যে সুনামগঞ্জে
অবদান রেখেছ স্বাধীনতার মঞ্চে।
সিলেট বিদ্যালয়ে ম্যাট্টিক পাস
ভালো ছাত্র নামে গড়ে নিজে ইতিহাস।
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে
১৯৩৮ সালে স্নাতকের ডিগ্রি নিয়ে,
বের হয়ে বাহিনীতে করে যোগদান।
রাজনৈতিক জীবনে আছে অবদান।
সংসদ সদস্য জয় সিলেট আসনে
মন্ত্রীর দায়িত্বে ছিল তিনি যে  তখনে।
১৯৮৪ সালে ছেড়ে চলে যান তিনি
সিলেটে চির নিদ্রায় শুয়ে ওসমানী।