সু - মধুর কণ্ঠ যেন মিষ্টি ঘ্রাণে ভাসে,
দূর মসজিদ থেকে রোজ ভেসে আসে।
দিনে পাঁচ বার ডাকে  ক্ষণ ভেদে ভেদে
ডাক এলে নামাজীরা ছুটে মসজিদে।
পক্ষী রাজি জাগে ভোরে আজানের ডাকে
বলা মছিবত ছাড়ে মুয়াজ্জিন হাঁকে।
কল্যাণের জন্য ডাকে এসো এসো তুমি
সালাতে সিজদায় যে পড়ে হও দামি।
রোজ কানে ভেসে আসে মিষ্টি কন্ঠ জানি
প্রাণ হরণ করিছে বেলালের ধ্বনি।
যত শুনি তত ভালো লাগে যে এ মনে।
বার বার শুনি যেন ছোট এই প্রাণে।
এশার আজান শেষে আমরা ঘুমাই
প্রতিটি ভোরে আবার  আজানে জাগাই।
ঘুম থেকে উঠে তবে হাত মুখ ধোঁয়ে
নামাজ পড়ি যে মোরা মসজিদে গিয়ে।
সুন্দর একটি দিন শুরু হয় দেখ
প্রয়োজনে মনে মনে মঙ্গল যে রাখ।
আজান যখন হয় চুপ হয়ে শুনি
পারলে উত্তর দিয় যাহা তবে জানি।
এই তবে মঙ্গলের ডাক তুমি দেখ
সবে ছুটি মসজিদে ভালো যেন হাঁক।