বাম-ডান
   বখতিয়ার উদ্দিন


বামে এক ডানে এক প্রতি দশ জনে,
বাকি আর আট জনে কত ভাবে মনে।
এভাবে গড়েছে দেখ হাজার সমাজ,
সবাই ঘুরে ফিরেই করে এক কাজ।
বাম বলে এটা ভালো ডানে ভিন্ন কথা
কর্ম দেখে মনে লাগে সুখ আর ব্যথা।
কারো কষ্টে ব্যথা লাগে মানবিক মনে,
সুখ দেখে কষ্ট লাগে শয়তান সনে।
প্রতি দশে ভালো এক নষ্ট এক রবে,
শয়তান মনে মনে নাশ করে সবে।
ভালো তো গড়ে জগৎ শত চেষ্টা করে,
কোন ক্ষতি নাহি ভাবে অপরের তরে।
ভালো-মন্দ বুঝা মনে দায়ী রয়ে যায়,
বাম-ডান নিজ মনে ভালায় ভালায়।