শরীরে ক্লান্তির পরে আসে মহা ঘুম,
চলে যায় আর এক জগতের উম।
ভুলে যায় মহা এক জাগতিক মন
এক স্থির গড়ে তুলে থাকে সারা ক্ষণ।
বেলা শুধু মনে মনে বয়ে কত যায়
কাজ হীন বসে বসে আজ শুধু খায়।
বিদ্যা শেষে কর্ম হবে পদ খালি নাই।
অকাল দেশে হতাশা ঘুমেতে কাটাই।
বেকার জীবনে এক হতাশার মন,
কোন খানে স্থির নেই ঘুমে সারা ক্ষণ।
ভুলে যায় জীবনের হাজার নিয়ম
ঘুমে কাটে না সময় পড়ে নাতো দম।
জীবনের গতি নাই স্থির হয়ে থাকা
কত কষ্টে ঘুরি তবে দেখি কর্ম ফাঁকা