বর্ষায় সারাটা দিন বৃষ্টি পড়ে ঘাটে,
সাদা শাপলা ফোঁটিছে জল ভরা মাঠে।
কেয়া কদম বাগানে ফোঁটে ফোঁটে যায়
পাখি সব আড়ালেতে জলে ভিজে ঠাঁই।
আকাশেতে মাঝে মাঝে  মেঘে খেলা করে
দেখ আজ মাঠ ঘাট   থৈ থৈ জলে ভরে।
অভিরাম বৃষ্টি ঝরে গাছ পালা নুয়ে
লোক জন মাঠে নেই - আছে ঘরে শুয়ে।
নেই যে দেখা রবির যেন ঢাকা রাত
মেঘে মেঘে দিন যেন হয়েছে  প্রভাত।
বিল থেকে জল রাশী নদীতে গড়ায়
সবুজ বনে আঁকিছে - স্বপ্নটি পাতায়।
বর্ষায় সারাটা দিন যেন এক ভাব
মনে মনে লাগে যেন কিসের অভাব।
মেয়েরা আলয় বসে নক্সী কাঁথা বুনে
কত স্বপ্ন গেঁথে আছে নাহি জানে মনে।
পুরুষেরা  হেলে দোলে হাঁট থেকে ফিরে
কত আশা কত স্বপ্ন বাদলের পরে।
বাগানে যে কেউ নেই - শুধু ফুল ফোঁটে,
বাদল ধারা ঝঁরিছে শূন্য যে মাঠে।