সারা দিন কাজ করে চলেছে জনতা,
কত বড় কাজ হয় দিয়ে তার মাথা।
এতো কাজে কত বার ভুল হয়ে যায়
কিছু লোক বসে বসে তা বলে বেড়ায়।
সারা দিন কষ্ট করে আরো কষ্ট দেয়,
জীবনের সংগ্রামে তারা কি বা নেয়?
কাজ দিলে বুঝা যায় কত ধানে চাল
পারবে বলে করবে সর্বনাশা হাল।


হাজার জন চলছে করে নিজ কাজ,
এর শিরে শোভা পায় সম্মানের তাজ।
তাজ তবে দূরে রয় ভুল ধরে যায়
উৎসাহ এরা তবে অনেক হারায়।
যারা ভুল ধরে তারা যদি কাজে যায়
নাশ করে বসে রবে তব কি উপায়?