ভুলের কারণে যায় কত কিছু ঝরে,
ইচ্ছে করলে পারি না, কোন মতে ধরে।
যায় তবে চোখ থেকে ভুলা নাহি যায়,
পাবো পাবো করে তবে রয়েছি আশায়।
মন তীরে ছন্দ ভুলে বারে মন্দ আসে,
কত হারিয়ে বুঝেছি অশ্রু শুধু ভাসে।
হাসে মনে ক্ষণে ক্ষণে চাঁদ মুখ খানি
জোসনা রাতে বসেছি শূন্যে হার মানি।
সবে এসেছিল স্রোতে অর্থ,বিত্ত,প্রিয়া।
সৎ থেকে নাহি নিয়ে বিদায় জানিয়া।
পাবো বলে সৎ থেকে বেলা শেষে নাই
সব হারিয়ে বসেছি কষ্ট শুধু পাই।
দূর আকাশে উঠেছে আলো মাখা চাঁদ
চাঁদখানি জ্বলে শুধু বেঁধে মায়া ফাঁদ।