ফুলের কান্না
     বখতিয়ার উদ্দিন।


একটি ফুলের তরে আরো ফুল কাঁদে,
কি ফুল বুঝেনি তবে কান্না অকারণে।
মানব মন কে বুঝে সদা পড়ে ফাঁদে,
কারণে অকারণে তে কান্না আসে প্রাণে।
কি রেখে মিশে দিয়েছে তাহা কেউ জানে?
যত মায়া তত হারা তবু থাকি বেঁধে।
আড়ালেতে যেতে গেলে করুণাতে টানে।
কেউ কবে রয় বল হাসি কান্না বাদে।


সব জীব ফুল তবে কান্না সর্বক্ষণ,
কেউ হাসে কেউ কাঁদে সুন্দর বাগানে।
কোন দলে কোন দল নাহি জানি মনে
জোড়ায় জোড়ায় তবে বাঁধিছে যখন।
গোপনে মন কেঁদেছে কারে ভালোবেসে!
ভুল বুঝে কেঁদে উঠে - নাহি বুঝে হাসে।