হৃদয় গলিত নামে
বখতিয়ার উদ্দিন


পৃথিবী আজিকে দেখি গর্তে নিমাজ্জিত।
চারিদিকে নামে এক নেশার কালিমা;
ক্লান্ত শরীর হৃদয় হতাশায় ডুবে
হাই দূর্ভাগা ছুটিছে শুধু নিজ স্বার্থে।
ভুলে গেছে চারপাশে হাজার জনতা;
সেই জনতা আজিকে জনতাই নেই
তারাও নিজ স্বার্থের নেশায় চড়েছে।
চারদিকে কালো ছায়া আজ নেমে আসে।
কেউ কারো ক্ষতি ছাড়া ভালোতো চাই না;
যত সব নেশা করে ঘুমিয়েছে তারা।
সুখের মোহতে আজ নর-নারী নেশা।
হৃদয় গলিত নামে রতি ক্রিয়া মেতে
জোড়ায় জোড়ায় ধ্যানে কোলে আসে শিশু
ঘুম ভেঙ্গে পৃথিবীর খবর রাখে কে?