পিতামহ বাড়ি ধারে রেখেছে যতনে,
ছোট থেকে শুনে শুনে বড় হল মনে।
ষাটের ঝড়ে বেঁচেছে তারা কয় জন
কত কালের স্মৃতির মাখানো স্বজন,
জিয়ল গাছে জড়িয়ে সাগরের তীরে
বাতাস আর স্রোতের কঠিন ভিতরে।
কিভাবে যে বেঁচে আছে দেখার মতন
কঠিন প্রকৃতির যে দূর্যোগ তখন।
পিতা মাতা থেকে তবে শুনে শুনে এসে
একানব্বইে তবে যে ধরেছিল ভেসে।
বাপ মা নেই তবু যে সাগরের তীরে
বেঁচে রয় জিয়লের লতার আকড়ে।
আত্নবিশ্বাস বেড়েছে পরের সময়
কত কাল কেটে যায় সংগ্রাম ময়।
জীবন সাগরে পড়ে কত ঘাত পেয়ে
কত বাতাস অশুভ মুখে পড়ে ধেয়ে।
সাগর বুকে সাহস এখনো যে জমে
কত আসে কত যায় তবু নাহি কমে।
একের পর এক যে নিম্ব চাপ আর
ঘুরে ঘুরে ঘূর্ণিঝড় ভয়ের প্রহার।
সাগর তীরে মানুষ যুদ্ধ করে বাঁচে
সব যে শেষ হলেও তবু জীবন রচে।