জগৎ উদ্ধার নামে
    বখতিয়ার উদ্দিন


আপন গর্বতে চলে তারা বার মাস,
মানুষের মাঝে তারা প্রভু সেজে নাশ।
নিজ তরে সব ভেবে পর হাত খালি,
নিজেকে কি ভেবে যেন নিজ হাত তালি।
দেখে যেন মনে হয় এক সাধু সাব,
কর্ম কান্ডে দেখে যেন জানোয়ার ভাব।
আপন অহংকারে দিন করে পার
বুঝে না - জীবন তার কত ছারখার।


জগৎ উদ্ধার নামে সব নাশ করে
বিলিয়ে দিবে বলেতো গুদামেতে ভরে।
একটু ক্ষমাতা পেলে কাছে কবে পাই?
পরের ইজ্জ্বত নিতে দ্বিধা কোন নাই।
এই সব জন তবে পশুর স্বভাব
শত খায় তবু তবে হাজার অভাব।