কালের সমীকরণ
  বখতিয়ার উদ্দিন।


সেই এক মনে আছে বহু কাল যেন
পড়তে পড়তে কত কেটেছে যে হেন।
কি এক মধুর স্মৃতি মনে ভেসে আসে,
একদিন যেন বহু কাল হয়ে ভাসে।
হাই সময় যে নেই কোন দলে আজ
ভয় জাগে মনে মনে ভুল হল কাজ।
নাস্তিক নয় তো যেন আস্তিক যে মনে
কত কত মরে যায় শেষ হয় ক্ষণে।
প্রাণে তবে রয়ে যায় হাজার বছর,
দুনিয়ায় একদিন মনে বহু পর।
ভোর থেকে সাঁঝ যেন কত কত কাল
বরকত যে হয়েছে সময়ের তাল।
কারো বারে গতি চলে হাই হাই শেষ
শুরু নাহি হতে ইতি হবে যেন রেষ।
সময়ের যেন আছে তাড়াহুড়া ক্ষণ
কারো দেখি স্বাদ পায় সম্পূর্ণ তখন।
একই কালে দু' মনে, দু যেন সময়
কারো দীর্ঘ কারো ক্ষিণ কল্পনা যে নয়।
কত কালে মনে মনে হাজার হাজার
বসে থেকে মন খানি বহু কাল পার।
কল্পনা আর বাস্তব একক যে নয়
ভিন্ন হলে কারো মনে ক্ষিণ দীর্ঘ হয়।